বাসস
  ১২ অক্টোবর ২০২৫, ১৩:২৭

বরিশালে আধুনিক ল্যাবরেটরি মেডিসিন বিভাগের উদ্বোধন

ছবি : বাসস

বরিশাল, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‎বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক ল্যাবরেটরি মেডিসিন বিভাগ ও হেমাটোলজি ল্যাবরেটরি এবং অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

‎‎আজ রোববার সকাল ১০ টায় এসব কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।

‎উদ্বোধন শেষে হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক সঙ্গে হাসপাতালের মূল ভবনের ৩য় তলার মেডিসিন কনফারেন্স রুমে মতবিনিময় করেন হাসপাতালের পরিচালক।

এ সময় তিনি পরিচালক বলেন, এই আধুনিক মানের ল্যাবের মাধ্যমে ৩৭টি টেস্ট করা যাবে। যার রিপোর্ট বের হবে অটোমেটিক ভাবে। সংরক্ষণ করা যাবে ১ বছর পর্যন্ত।  এছাড়া সুলভ মূল্যে রোগীরা এখানে টেস্ট করাতে পারবে। এ ক্ষেত্রে বাইরের যেকোন ল্যাবের তুলনায় ৪ ভাগের ১ ভাগ খরচেই করতে পারবে তাদের প্রয়োজনীয় পরীক্ষা।  আর নতুন মেশিনগুলোর মাধ্যমে প্রতিদিন গড়ে ২ হাজার টেস্ট করা হচ্ছে।