বাসস
  ১২ অক্টোবর ২০২৫, ০০:৩৫

ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন

ছবি : বাসস

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরা ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ (আইএইচএসবি) ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে ইয়াং লার্নার ইংলিশ সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশে এ ধরনের অংশীদারিত্বে পরিচালিত এটি প্রথম ও একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ব্রিটিশ কাউন্সিল সরাসরি যুক্ত হলো।

অনুষ্ঠানে আইএইচএসবির প্রাইমারি সেকশনের প্রধান নাজমুন নাহার বলেন, ‘এই সেন্টার শিশু ও কিশোরদের জন্য আনন্দদায়ক পরিবেশে ইংরেজি শেখার নতুন দিগন্ত উন্মোচন করবে।’

স্কুলের প্রিন্সিপাল রোকসানা জারিন বলেন, ‘আন্তর্জাতিক মানের কারিকুলাম শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও ভবিষ্যৎ বৈশ্বিক সুযোগের জন্য প্রস্তুত করবে।’

স্টারলিং এডুকেশনুএর চেয়ারম্যান টিমোথি ডোনাল্ড ফিশার বলেন, ‘এই উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেট অর্জনের সুযোগ দেবে এবং স্কুলের মান আরও উন্নত করবে।’

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, এই অংশীদারিত্ব তরুণদের ইংরেজিতে দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে বিশ্বসংযোগের নতুন সুযোগ তৈরি করবে।

সেন্টারটি ৭ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য মানসম্মত ইংরেজি শিক্ষা প্রদান করবে এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ফুলার রোড সেন্টারের পরিপূরক হিসেবে কাজ করবে।

ব্রিটিশ কাউন্সিল গত ৯০ বছর ধরে শিক্ষা, সংস্কৃতি ও ভাষা কর্মসূচির মাধ্যমে বিশ্বব্যাপী সংযোগ ও বোঝাপড়া বৃদ্ধিতে কাজ করে আসছে।