বাসস
  ১১ অক্টোবর ২০২৫, ২০:১০

শেরপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশ

ছবি : বাসস

শেরপুর, ১১ অক্টোবর ২০২৫ (বাসস) : জেলায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেল ৫টায় শেরপুর পৌর শহরের নাগপাড়া মহল্লায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ।

শেরপুর পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মো. আবু সামা'র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু রায়হান রুপন, যুগ্ম-আহ্বায়ক কামরুল হাসান, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রন্জু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, তাঁতীদলের আহ্বায়ক লালন মোল্লা, জেলা মহিলা দলের সহ-সভাপতি পারভীন আক্তার প্রমুখ। 

এসময় জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম বিএসসি, সাবেক সহ-সভাপতি এডভোকেট মুখলেছুর রহমান জীবন, জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমাইয়া আলম, সাংগঠনিক সম্পাদক রসিদা ইয়াসমিন কুসুম, শহর মহিলা দলের সভাপতি রোকেয়া বেগম পাপড়ী সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নারী কর্মীরা উপস্থিত ছিলেন।