বাসস
  ১১ অক্টোবর ২০২৫, ২০:০০

কর্ণফুলীর ডিপ সি ডক এলাকা থেকে জাহাজ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের কর্ণফুলীর ডিপ সি ডক এলাকা থেকে মো. সোহেল (৩০) নামে এক জাহাজ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মো. ছৈয়দের ছেলে। তিনি ডকে তোলা একটি জাহাজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।