শিরোনাম
নরসিংদী, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস): নির্বাচনী দায়িত্ব সুচারুভাবে সম্পাদনের লক্ষ্যে নরসিংদীতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে জেলা পুলিশ লাইন্সে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। পাশাপাশি তিনি প্রশিক্ষণটিতে সভাপতিত্ব করেন।
প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য প্রতিটি সদস্যকে নৈতিকতা, শৃঙ্খলা ও জনগণের আস্থা অর্জনের মাধ্যমে কাজ করতে হবে।
প্রশিক্ষণে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ (প্রশাসন), সুজন চন্দ্র সরকার (অপরাধ) সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে নির্বাচনকালীন দায়িত্ব ও আচরণবিধি সম্পর্কে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।