শিরোনাম
হবিগঞ্জ, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় আজ ৫৪ কেজি গাজা-সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
আহজ শনিবার বিকেলে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অলিপুর রেলক্রসিং এলাকায় অভিযানকালে একটি ট্রাকসহ দুইজনকে আটক করে।
আটককৃতরা হলেন- চট্টগ্রাম জেলার শীতাকুন্ড উপজেলার ছলিমপুর গ্রামের শুকুর আলীর ছেলে সাইফুল আলম (৪৮) এবং লক্ষীপুর জেলার সদর উপজেলার করইতল এলাকার রুহুল আমিনের ছেলে রুবেল হোসেন (৩০)।
র্যাব-৯ -এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অলিপুর রেলক্রসিং এলকায় অভিযান চালিয়ে একটি ট্রাকসহ দুই জনকে আটক করে। এসময় তাদের নিকট থেকে ৫৪ কেজি গাজা উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে আটককৃত ব্যক্তিদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীণ রয়েছে।