বাসস
  ১১ অক্টোবর ২০২৫, ১৮:৫১

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে সিলেটে গণমাধ্যম কর্মীদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

আজ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে সিলেটে গণমাধ্যম কর্মীদের সাথে পরামর্শ কর্মশালা। ছবি : বাসস

সিলেট, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস): টাইফয়েড টিকাদানের সুফল সবার কাছে পৌঁছে দেয়া এবং এ নিয়ে যাতে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি না ছড়ায় সে বিষয়ে সাংবাদিকদেরকে সজাগ থাকতে হবে। সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে ইউনিসেফের সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত টাইফয়েড টিকাদান বিষয়ক পরামর্শ কর্মশালায় বক্তারা এ কথা বলেন।

সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের(সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় টাইফয়েড টিকাদান বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. স্বপ্নীল সৌরভ রায়। টাইফয়েড জ্বরের কারণ, লক্ষণ ও প্রতিকারসহ বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি টাইফয়েড টিকাদানের রেজিস্ট্রেশন ও টিকাদান সম্পর্কিত অন্যান্য বিষয় উপস্থাপন করেন। 

এছাড়া টিকাদান ক্যাম্পেইন সংক্রান্ত উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম ও সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত। 

জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিসেফ সিলেটের হেলথ অফিসার ডা. মির্জা ফজলে এলাহী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিলেট বিভাগীয় ডিভিশনাল কো-অর্ডিনেটর ডা. খালিদ আহমেদ এবং সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপপরিচালক মো. নূরুল ইসলাম। এসময় গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন ভার্চুয়াললি সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেছেন, টিকাদান ক্যাম্পেইন ঘিরে যেকোনো গুজব প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  যেকোনো সংবাদের উৎস পর্যবেক্ষণ করলে গুজব বা অবাঞ্ছিত সংবাদ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। তিনি বলেন, অনেক সময় ব্যবসায়িক কারণেও টিকা নিয়ে গুজব ছড়ায়। ক্যাম্পেইনের আওতায় সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সরকার বিনামূল্যে যে টিকা দিচ্ছে তা বেসরকারি উৎস থেকে সংগ্রহ করলে প্রায় ৩০ (ত্রিশ) কোটি টাকা লাগবে।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, সংবাদ প্রচারের পূর্বে ফ্যাক্ট চেক বা সত্যতা যাচাই করা উচিত। সংবাদ হতে হবে জনকল্যাণমূলক। সিলেটের প্রত্যেকেই যেন স্বাস্থ্য সেবা পায় এবং নির্দিষ্ট জনগোষ্ঠী যেন টাইফয়েড টিকার আওতায় আসে সেজন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে গণমাধ্যম প্রতিনিধিদের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর আওতায় সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি প্রায় ৫ কোটি শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে প্রায় ৩০ লক্ষ ও সিলেট জেলায় ১০ লক্ষ ১৬ হাজার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১২ অক্টোবর থেকে স্থায়ী কেন্দ্রসমূহে ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টিকাদান কার্যক্রম শুরু হবে। টিকাদানের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে।