শিরোনাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ পরিচয়পত্র (আইডি কার্ড/ব্যাংক রশিদ) সার্বক্ষণিক সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ শনিবার বিকেল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. শহীদুল হক প্রকাশিত জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন চাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এ লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সন্দেহজনক মনে হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কাউকে তল্লাশি করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘ ৩৬ বছর পর আগামী ১৫ অক্টোবর (বুধবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চাকসুর ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। অন্যদিকে হল ও হোস্টেল সংসদে যথাক্রমে ১৪ ও ১০টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন প্রার্থী।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। তফসিল অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে রিটার্নিং কর্মকর্তার কক্ষে শুরু হবে গণনা কার্যক্রম।