বাসস
  ১১ অক্টোবর ২০২৫, ১৮:৩৬

বাগেরহাটে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

আজ থেকে বাগেরহাটে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু। ছবি : বাসস

‎‎বাগেরহাট, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাগেরহাটে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্স (২য় ব্যাচ) শুরু হয়েছে।  ‎ 

বাগেরহাট পুলিশ লাইন্সে আজ শনিবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন পুলিশ সুপার  মো. আসাদুজ্জামান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণের ভোটাধিকার সুরক্ষার কাজ করতে হবে। সক্ষমতা ও সচেতনতা বৃদ্ধির এই প্রশিক্ষণ পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে। 

জানা গেছে, প্রশিক্ষণ কোর্সে কন্সটেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার সদস্যরা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সংরক্ষণ এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে বাস্তব দিক নির্দেশনা ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো. আবু রাসেলসহ জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।