বাসস
  ১১ অক্টোবর ২০২৫, ১৮:৩২

পটুয়াখালীতে র‌্যাবের গাড়ি-যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২৭

পটুয়াখালী, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় র‌্যাবের গাড়ি ও ধানসিঁড়ি পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন র‌্যাব সদস্যসহ অন্তত ২৭ জন।

নিহতদের মধ্যে রয়েছেন পুলিশের এ এস আই আবদুল আলীম (৩৩) এবং এসআই প্রসেনজিতের দুই বছরের শিশুপুত্র পিয়াম।

আজ শনিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

র‌্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কে বিকেল ৪টা নাগাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, র‌্যাব-৮ এর একটি গাড়ি বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্যে পরিবার নিয়ে  যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা কুয়াকাটা-গামী ধানসিঁড়ি পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এগিয়ে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে র‌্যাবের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ২জন মারা যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল সিএমএইচে পাঠানো হয়।