শিরোনাম
ঢাকা, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক বাচ্চু মিয়াকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী উপ-খাদ্য পরিদর্শক বাচ্চু মিয়া, যিনি বাগমারা, রাজশাহীতে কর্মরত এবং সংযুক্তভাবে ভবানীগঞ্জ এলএসডি-তে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন (উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, নিয়ামতপুর, নওগাঁতে বদলির আদেশাধীন) তাঁর চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকার জনস্বার্থে তাকে অবসর প্রদান করেছে।
তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সকল সুবিধা প্রাপ্ত হবেন।