বাসস
  ০৯ অক্টোবর ২০২৫, ২০:১৯

পল্লবী ও নিউমার্কেট থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ জন গ্রেফতার 

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর পল্লবী ও নিউমার্কেট থানার অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী ও নিউমার্কেট থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি)মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার (৮ অক্টোবর) নিউমার্কেট থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান হতে ৯ জনকে গ্রেফতার করা হয়।

তারা হচ্ছে- মো. সজল মিয়া (৪২), মো. বজলু (৩৯), ইউসুফ (৩৯), মো. জহির (৪০), মো. মনির হোসেন (৩৮), মো. ইউসুফ (৩৯), মো. হাবিবুর রহমান (৪০), আশরাফুল ইসলাম (১৯) ও মো. সাহাবুদ্দিন (৪০)।

অপরদিকে বুধবার (৮ অক্টোবর) পল্লবী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ।

তারা হচ্ছে- মো. মহিউদ্দিন (২২), মো. আরমান (৩০), মো. শাকিল (২০), মো. সুজন (২৫), মো. নাহিদ হাসান (২৪), মো. কাওসার (১৮), মো. জাহিদ (২২), মো. রিয়াজ (১৯), মো. আব্দুল করিম (২০), স্বপন হোসেন (৩৫), মো. নবাব (২২), মো. সোহেল (২০), মো. রফিক (২৩), মো. কবির আহমেদ (২০), মো. আরিফ (২১), মো. খাইরুল ইসলাম (২০), বিশাদ হাসান (২৩), মো. শাকিল, মো. সোহান আহম্মেদ (২২), মো. তুষার খাঁন (২৫) ও  মো. হাফিজুল ইসলাম (২২)। এ সময় তাদের কাছ থেকে ৬৪০ পিস ইয়াবা, দুই বোতল ফেনসিডিল, ৭৫ গ্রাম গাঁজাসহ অবৈধ মাদক দ্রব্য বিক্রয়ের নগদ ২ লাখ ৯২ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।  গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।