শিরোনাম
পিরোজপুর, ৭ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার মঠবাড়িয়া উপজেলায় আজ বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৫টায় মঠবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক নজরুল ইসলাম খান।
মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজীর সভাপতিত্বে এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এলিজা জামান।
এ সমাবেশে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।