শিরোনাম
কুমিল্লা, ৭ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার মুরাদনগর উপজেলায় আজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে মৎস্য শিকারের ব্যবহৃত অবৈধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ এবং পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এ সময় জড়িত ব্যক্তিদের মোট একলাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এসব জাল জব্দ ও প্রতিষ্ঠানকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় ১২ টি মামলায় বিভিন্ন দোকানদারকে মোট একলাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কোম্পানীগঞ্জ বাজারে ও উপজেলা সদরের আল্লাহু চত্বরে ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, সিনিয়র মৎস কর্মকর্তা সুমন লাল দেবনাথ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।