বাসস
  ০৭ অক্টোবর ২০২৫, ১৯:১৭

শেরপুরে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড 

শেরপুর, ৭ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার নালিতাবাড়ী উপজেলায় আজ খোরশেদ আলম নামের এক ভুয়া চিকিৎসককে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল মেডিসিন বিক্রির অপরাধে এক ফার্মেসি মালিককে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুর ২টায় নালিতাবাড়ী পৌরসভার তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক খোরশেদ আলম জেলার নালিতাবাড়ী পৌর শহরের ছিটপাড়া মহল্লার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ভুয়া চিকিৎসক খোরশেদ আলম নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় চেম্বার খুলে ডাক্তার সেজে রোগী দেখছিলেন। পাশাপাশি তার ছেলে সালমান সাদিক ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে খোরশেদ আলমের চেম্বার ও ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। অভিযানকালে অভিযোগ প্রমাণিত হওয়ায় খোরশেদ আলমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তার ছেলে ফার্মেসির মালিক সালমান সাদিককে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, শেরপুরে ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক জাহিদুল ইসলাম ও নালিতাবাড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।