বাসস
  ০৭ অক্টোবর ২০২৫, ১৯:১৪

নরসিংদীর মনোহরদীতে বিএনপির গণসংযোগ

ছবি : বাসস

নরসিংদী, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে জেলার মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নে গণসংযোগ পথসভা ও উঠোন বৈঠক হয়েছে।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল। এ সময় বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।