শিরোনাম
টাঙ্গাইল, ৭ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার কালিহাতী উপজেলায় আজ বাস ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জেলায় টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের কালিহাতী উপজেলার বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- জেলার কালিহাতীর উপজেলার কোনাবাড়ী এলাকার জহর আলী (৪০) এবং বানিয়াফর এলাকার মুক্তার আলী (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। নিহত ও আহত ব্যক্তিরা সবাই নির্মাণ শ্রমিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন নির্মাণ শ্রমিক উপজলার ঘুনি সালঙ্গা এলাকায় ঢালাইয়ের কাজ শেষ করে কালিহাতী থেকে পিকআপযোগে বাড়ি ফিরছিলন। পথিমধ্যে পিকআপটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বাংড়া এলাকায় আসলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঐ পিআপটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা ১০ জন নির্মাণ শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০- শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে জহর আলী ও মুক্তার আলী নামের দু’জনের মৃত্যু হয়। এদিকে গুরুতর আহত ২ জন কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
টাঙ্গাইল সদর হাসপাতাল পুলিশ বক্স- এর ইনচার্জ আলমগীর হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।