শিরোনাম
কুমিল্লা, ২, অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতৃবৃন্দ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নবমী পূজার দিন মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন- মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও বাংলাদেশ জাতীয়তাবাদী পূজা ফ্রন্ট’র উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।