শিরোনাম
লালমনিরহাট, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার আদিতমারী উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুরুত আলী (৫০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাজ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সুরুত আলী জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাজ গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরুত আলী প্রতিদিনের মতো শনিবার সকালে নিজের ঘরে অটোরিকশা চার্জ দিচ্ছিলেন। এ সময় বিদ্যুতের সুইচ বন্ধ না করে চার্জ থেকে অটোরিকশার সংযোগ খোলার চেষ্টা করলে ঘরে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা সুরুত আলীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।