বাসস
  ২৬ আগস্ট ২০২৫, ২০:৪৩

অন্ধ দলীয় রাজনীতির কারণে দেশে ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে: ঢাবি উপাচার্য

ছবি: ঢাবি জনসংযোগ দপ্তর

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দেশের স্বার্থে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে দূরত্ব কমানোর উপর গুরুত্বারোপ করে বলেছেন, অন্ধ দলীয় রাজনীতির কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। 

লেদার ইঞ্জিনিয়ারিংঅ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট মিলনায়তনে ইন্সপায়ারিং ইউথ ক্যারিয়ার ফর লেদার, ফুটওয়ার এন্ড লেদার গুডস ইন্ডাস্ট্রিজ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন। বাংলাদেশ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিস্ট সোসাইটি ও রেনেসাঁ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় উপাচার্য আরও বলেন, দলীয় রাজনীতির বেড়াজাল থেকে বেরিয়ে এসে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। উচ্চশিক্ষার সঙ্গে ব্যবহারিক শিক্ষার সামঞ্জস্য সাধন করে পাঠক্রম আধুনিকায়নের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিল্প প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কারিকুলাম প্রণয়ন করা জরুরি। তিনি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পরিচালিত শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রাম আরও কার্যকর করার উপর গুরুত্বারোপ করেন।