বাসস
  ২৬ আগস্ট ২০২৫, ২০:১৩

অক্সফোর্ডের ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ পেলেন জাবি শিক্ষক তারিকুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন মাইগ্রেশন, পলিসি অ্যান্ড সোসাইটি (কমপাস)-এর ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন।

আজ মঙ্গলবার জাবির জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অক্সফোর্ডে দায়িত্ব পালনের সময় অধ্যাপক তারিকুল ইসলাম কমনওয়েলথ সেক্রেটারিয়েট লোকাল গভর্নমেন্ট ফোরামের এক প্লেনারি অধিবেশনে বাংলাদেশের স্থানীয় সরকার কমিশনের সুপারিশ তুলে ধরবেন।

এছাড়া লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই) এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে জলবায়ু কূটনীতি ও টেকসই উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকার বিষয়ে তার বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।

জাবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান অধ্যাপক তারিকুল ইসলামকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এ নিয়োগ তার শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।