বাসস
  ২৪ আগস্ট ২০২৫, ১৯:১৩

ঢাবিতে জীবপ্রযুক্তির উন্নয়ন শীর্ষক সভা

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : ‘বাংলাদেশের জীবপ্রযুক্তির উন্নয়নে অধ্যাপক ড. আহমদ শামসুল ইসলামের অবদান’ শীর্ষক এক আলোচনা সভা ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ কথা জানানো হয়েছে।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর প্ল্যান্ট টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজি এই অনুষ্ঠান আয়োজন করে। 

উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাখহরি সরকারের সভাপতিত্বে সভায় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা বক্তব্য রাখেন।