বাসস
  ২৪ আগস্ট ২০২৫, ১৪:২২

চট্টগ্রামে হালদার মোহনা থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

রোববার বোয়ালখালী উপজেলায় কর্ণফুলী নদীর হালদার মোহনা থেকে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি : বাসস

চট্টগ্রাম (দক্ষিণ), ২৪ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার বোয়ালখালী উপজেলায় আজ কর্ণফুলী নদীর হালদার মোহনা থেকে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
পরে জব্দকৃত এসব কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ দুপুরে এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান জানান, হালদা নদীর মোহনা অঞ্চলে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। উপস্থিত জনতার সামনে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

অভিযানকালে উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।