বাসস
  ২৪ আগস্ট ২০২৫, ১৩:৩৬

নরসিংদীতে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

নরসিংদীর বেলাবো উপজেলায় মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ছবি: বাসস

নরসিংদী, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার বেলাবো উপজেলায় মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বাইসাইকেল ও অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর পাইলট হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন।

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, হোসেন নগর পাইলট হাইস্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মো. সাহিদ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এস.এম আব্দুল খালেক, বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে বেলাবো উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মধ্যে বাইসাইকেল এবং ১৬ জন দুস্থ ও অসহায় মহিলার মধ্যে সেলাই মেশিন ও স্যানিটারী প্যাড বিতরণ করা হয়।