বাসস
  ১১ আগস্ট ২০২৫, ১৮:৪৩

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

ছবি: বাসস

সাতক্ষীরা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস): গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করা হয়েছে।  

আজ সোমবার সকাল ১০টায় তালা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।

তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু মানববন্ধন ও প্রতিবাদ সভা সঞ্চালনা করেন। 

সভায় বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক গাজী সুলতান আহম্মেদ, এস এম লিয়াকত হোসেন, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, এম এ ফয়সাল, সাবেক সাধারণ সম্পাদক সেলিম হায়দার, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জোয়ার্দ্দার প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকরা সবসময় জনগণের সামনে সত্য তুলে ধরতে কাজ করেন। কিন্তু বারবার তারা হামলা, হত্যা ও হয়রানির শিকার হচ্ছেন। তাই সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানাই।

মানববন্ধনে তালা প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।