শিরোনাম
কিশোরগঞ্জ, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : বন্ধুদের সঙ্গে কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে গিয়ে পানিতে ডুবে বনান্ত ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে ছাতিরচর করচবনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বনান্ত ইসলাম বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া শহীদনগর এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বনান্ত আট বন্ধু নিয়ে নিকলী হাওরে ঘুরতে আসেন। দুপুর দেড়টার দিকে তারা নৌকা থেকে নেমে পানিতে গোসল করতে যান। এ সময় হঠাৎ বনান্ত পানিতে ডুবে যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
বনান্তের খালাতো ভাই আলিফ জানান, বনান্ত সাঁতার জানো না। সবাই কোমরসমান পানিতে নেমে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখি বনান্ত পানিতে ডুবে যাচ্ছে। আমরা তাকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই।
আলিফ আরও জানান, তারা নৌকার মাঝিকে ডাকেন, কিন্তু মাঝি কাছে পৌঁছানোর আগেই বনান্ত ডুবে যায়। পরে মাঝি অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহাগ মিয়া তাকে মৃত ঘোষণা করেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।