শিরোনাম
ঢাকা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ ফাইটার জেট বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও দুই রোগীকে আগামীকাল ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি (এনআইবিপিএস) থেকে ছাড় দেওয়া হতে পারে।
এনআইবিপিএস-এর রেসিডেন্ট সার্জন ডা. শাওন বিন রহমান আজ শনিবার বাসসকে টেলিফোনে জানান, ‘দগ্ধ ২৬ রোগীর মধ্যে আরও দুজনকে আগামীকাল রিলিজ দেওয়া হতে পারে।’
তিনি বলেন, অবস্থা পর্যবেক্ষণ করার পরই আগামীকালস রোগীদের ছাড় দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ডা. শাওন জানান, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুইতলা ভবনে ২১ জুলাই একটি বিমান বাহিনীর ফাইটার প্লেন আঘাত হানার পর যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাদের মধ্যে এখন পর্যন্ত ১২ জন দগ্ধ রোগীকে রিলিজ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ‘জেট দুর্ঘটনায় দগ্ধ ২৬ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন, তারা আইসিইউতে আছেন এবং একজন লাইফ সাপোর্টে রয়েছেন।’
চিকিৎসাধীন ২৬ জনের মধ্যে ২৩ জনই শিশু (মেয়ে ১৫, ছেলে ৮) এবং বাকি তিনজন প্রাপ্তবয়স্ক নারী। তাদের মধ্যে সাতজনের ইনহেলেশন ইনজুরি হয়েছে এবং পাঁচজনের শরীরের ৩০ শতাংশের বেশি পুড়ে গেছে।
বর্তমানে আহতদের মধ্যে ২০ জন বার্ন ইনস্টিটিউটের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসক জানান, এখন পর্যন্ত দগ্ধ রোগীদের ওপর মোট ২১৫টি ছোট-বড় অস্ত্রোপচার করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটে মোট ১৮ জন রোগী মারা গেছেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আরও একজন।
এর আগে, গত ২১ জুলাই দুপুর ১টার পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাহিনীর একটি ফাইটার জেট উড্ডয়নের কয়েক মিনিট পর রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুইতলা ভবনে আঘাত হানে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে।
ফাইটার জেটের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও দুর্ঘটনায় মারা যান।