বাসস
  ০৯ আগস্ট ২০২৫, ১৭:৫৫

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত 

সিরাজগঞ্জ, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার শাহজাদপুর উপজেলায় আজ বাস চাপায় বাহাদুর (৪৫) নামের এক রিকশা ভ্যান চালক নিহত হয়েছেন।  

আজ শনিবার দুপুরে উপজেলার নগরবাড়ী- বগুড়া মহাসড়কের বাঘাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ভ্যান চালক বাহাদুর জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত গণি প্রাং এর ছেলে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, শনিবার দুপুরে ঢাকা থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি সিএনজি-চালিত অটোরিকশা ও রিকশা ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশা ভ্যান চালক বাহাদুর ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হয়েছের কমপক্ষে আরও ৬ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শাহজাদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায় এবং আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।