শিরোনাম
সাতক্ষীরা, ৫ আগস্ট ২০২৫ (বাসস): জেলায় আজ জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এ সময় আরো উপস্থিতি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন ও সাবেক মুখপাত্র মোহিনী তাবাসচ্ছুম প্রমুখ।
অনুষ্ঠানে শহীদ পরিবারের ৪ জন সদস্য এবং ৯৭ জন জুলাই যোদ্ধার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।