শিরোনাম
রংপুর, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রংপুরের হারাগাছে অবস্থিত ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদি, রোগীদের খোঁজখবর ও তাদের আর্থিক সহায়তা দিয়েছে রংপুর জেলা বিএনপি।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসার উদ্যোগে রোববার এ আয়োজন করা হয়। সেসময় হারাগাছ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।