বাসস
  ২৮ জুলাই ২০২৫, ১১:২০

নন্দীগ্রামে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ। ছবি: বাসস

বগুড়া, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : বগুড়ার নন্দীগ্রামে বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারে রোববার নেতৃত্ব দেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সদস্য ফজলে রাব্বি তোহা।

নন্দীগ্রামের কুন্দারহাট, শিমুলবাজার, কড়িহাট, পন্ডিতপুকুর ও বিজরুল এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়।

পথসভায় ফজলে রাব্বি তোহা বলেন, বিনাভোটে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে দেশের সম্পদ লুটপাট, সন্ত্রাস, দুর্নীতি ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য খুন, গুম এবং মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। আগামীতে বিএনপি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করার লক্ষ্যে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট জনগণের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।

আরো উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি আহসান বিপ্লব রহিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাবেক সহ-সভাপতি ফারুকুল ইসলাম ফারুক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাবত আলী ও আব্দুল হাকিম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মমিন উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মুঞ্জুরুল ইসলাম গোলাম, বুড়ইল ইউপি সদস্য জিয়াউর রহমান মিন্টু, সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর হাকিম, বেলাল এবং উপজেলা ছাত্রদলের সদস্য পারভেজ মোশারফ।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।