শিরোনাম
লালমনিরহাট, ২৭ জুলাই ২০২৫ (বাসস) : সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুকসহ সকল প্রকার সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাট সদর থানা আয়োজিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের মুক্তমঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
সভায় লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মাদ নূরনবী, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সাদ আহম্মেদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, অপরাধ দমনে পুলিশ সবসময় জনগণের পাশে আছে। আপনাদের সহযোগিতা ছাড়া স্থায়ীভাবে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। আপনারা তথ্য দিন, আমরা দ্রুত ব্যবস্থা নেব।
সভায় বক্তারা বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হলে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। বিশেষ করে মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন ভূমিকা রাখতে হবে। নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে পারিবারিক ও সামাজিক উদ্যোগই পারে স্থায়ী পরিবর্তন আনতে।
সভা শেষে অংশগ্রহণকারীরা বিট পুলিশিং কার্যক্রমের সফলতা কামনা করে সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরেন এবং অপরাধ দমনে পুলিশকে সহযোগিতার আশ্বাস দেন।