বাসস
  ২৩ জুলাই ২০২৫, ২০:৩৪

মাইলস্টোনে নিহত ২২ জনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর: স্বাস্থ্য অধিদপ্তর

ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকার উত্তরায় গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২২ জনের পরিচয় শনাক্ত করে ইতোমধ্যে তাদের পরিবার ও আত্মীয়দের নিকট হস্তান্তর করা হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ৬ জনের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে এবং ১ জনের মরদেহ লুবানা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারের মর্গে সংরক্ষিত আছে। এ মরদেহগুলো তাদের পরিবারের নিকট হস্তান্তরের জন্য ডিএনএ নমুনা পরীক্ষার কার্যক্রম চলমান আছে।

শিক্ষার্থী ও পাইলটসহ এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।