শিরোনাম
ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
আজ বুধবার এক শোকবার্তায় উপাচার্য বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সিভাসু পরিবার গভীরভাবে শোকাহত। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
হতাহত শিক্ষার্থী, শিক্ষক ও পাইলটের পিতা-মাতা এবং তাদের স্বজনদেরকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য্য প্রদানের জন্য সিভাসু উপাচার্য মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন। তিনি বিমান দুর্ঘটনায় আহত কোমলমতি শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।