বাসস
  ২১ জুলাই ২০২৫, ২২:৫৫

উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জাপানের শোক

ছবি : বাসস

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকায় জাপান দূতাবাস।

এক শোক বার্তায় জাপান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাওকি তাকাহাশি বলেন, বাংলাদেশে জাপান দূতাবাসের পক্ষ থেকে আমি এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা এবং আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। শোকাহত পরিবার, আত্মীয়-স্বজন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তাকাহাশি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আমাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। কারণ সম্প্রতি এটি জাইকার সঙ্গে যৌথভাবে প্রথম পিস ফ্লাওয়ার রচনা প্রতিযোগিতা আয়োজন করেছিল। 

তিনি বলেন, এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করছি। কর্তৃপক্ষ, হাসপাতাল এবং অন্যান্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার প্রচেষ্টা বেশ প্রশংসনীয়। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।