শিরোনাম
ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী হতাহতের ঘটনা শোক প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
আজ এক শোকবার্তায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। এ ছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
উল্লেখ্য, আজ সোমবার বেলা আনুমানিক সোয়া ১টায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হলে কোমলমতি অনেক শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া আরও কিছু শিক্ষার্থী অগ্নি দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।