বাসস
  ২১ জুলাই ২০২৫, ২০:২৪

সুনামগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ 

শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ। ছবি : বাসস

সুনামগঞ্জ, ২১ জুলাই ২০২৫ (বাসস): জেলার শান্তিগঞ্জ উপজেলায় আজ চারশ’জন শিক্ষার্থীর মধ্যে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের ঝিলমিল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। 

কৃষি প্রণোদোনা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জনপ্রতি চারটি গাছের চারা ও একটি টিফিন বক্স ও একটি করে পানির বোতল বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, নির্বাহী প্রকৌশলী সেজাউল ইসলাম, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।