বাসস
  ২১ জুলাই ২০২৫, ২০:১১

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার শোক

ঢাকা, ২১ জুলাই ২০২৫ (বাসস): রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের কারণে মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

আজ সোমবার এক শোকবার্তায় স্বাস্থ্য উপদেষ্টা নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এর পূর্বে স্বাস্থ্য উপদেষ্টা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে যান এবং সেখানে চিকিৎসাধীন আহত ও অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিস্তারিত কথা বলেন।