বাসস
  ২১ জুলাই ২০২৫, ১৮:৫৫

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ 

কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার । ছবি : বাসস

শেরপুর, ২১ জুলাই ২০২৫ (বাসস): জেলার নলিতাবাড়ী উপজেলায় আজ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার দুপুর ১টায় নালিতাবাড়ী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববির সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন। 

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ ২০২৩ ও ২৪ সালে এইচএসসি পাশকৃত উপজেলার ২৪ জন কৃতি শিক্ষার্থীর হাতে নগদ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

এ অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মেধাবী শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।