বাসস
  ২১ জুলাই ২০২৫, ১৭:৩৭

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে হবিগঞ্জে আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে হবিগঞ্জে আলোচনা সভা। ছবি : বাসস

হবিগঞ্জ, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে হবিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জুলাই শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়।

আজ সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় নবনির্বাচিত সভাপতি রিয়াফত রশিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু ছাত্রদের নয়—এটি দেশের প্রান্তিক মানুষের ন্যায়ের কণ্ঠস্বর।

অন্য বক্তারা বলেন, জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক নতুন যুগান্তকারী অধ্যায়। এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে আমরা বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে বলছি, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। 

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাঈনুল ইসলাম। এ সময় বক্তব্য দেন জেলা শাখার আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদী হাসান। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের গায়ে জাতীয় পতাকা জড়িয়ে দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সময় স্থানীয় বিশিষ্টজন, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।