বাসস
  ২১ জুলাই ২০২৫, ১৭:২৮

ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণকাজ শুরু 

ছবি: বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০-তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। 

১৭ কোটি ২৩ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। 

আজ সোমবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাহমিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূইঁয়া, জেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন প্রমুখ।

পরে মোনাজাত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ মোবারক হোসাইন।