শিরোনাম
ঝিনাইদহ, ২১ জুলাই, ২০২৫ (বাসস): তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঝিনাইদহের ৬টি থানায় অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে সদর থানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, ওসি শামসুজ্জোহা, ওসি জহুরুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ বলেন, অনলাইনে এতদিন শুধু হারানো ও প্রাপ্তি বিষয়ক জিডি করা যেতো। এখন থেকে সব ধরনের জিডি বাড়িতে বসেই করা যাবে।
অনলাইন জিডি চালুর ফলে থানায় না গিয়ে ঘরে বসে সহজে জিডি করা যাবে। এতে সময়, খরচ ও ভোগান্তি কমবে এবং দ্রুত পুলিশি সেবা পাওয়া সম্ভব হবে বলে জানান পুলিশ সুপার।