শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ, ২০ জুলাই ২০২৫ (বাসস): জেলার শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুরে উজিরপুর ইউনিয়নের উত্তর মাঝাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো উত্তর উজিরপুর মাঝাপাড়া গ্রামের ওমর আলীর ছেলে আব্দুল আলিম (১১) ও একই গ্রামের মুকুল আলীর মেয়ে মিম খাতুন (১১)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাঝাপাড়ার পুরান সুভান উচ্চ বিদ্যালয়ের পাশে পদ্মা নদীতে গোসলে নামে ওই দুই শিশু। এ সময় তারা নদীতে ডুবে যায়। পরে স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে দুজনের লাশ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, দুপুরে আলিম ও মিম খাতুন পদ্মা নদীতে গোসল করতে যায়। এ সময় তারা পানিতে ডুবে মারা যায়। পরে পুলিশের সহায়তায় এলাকাবাসী তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।