বাসস
  ২০ জুলাই ২০২৫, ১৮:২৪

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণে জরিমানা। ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ২০ জুলাই ২০২৫ (বাসস): জেলা সদরে আজ মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং প্রদর্শনের দায়ে একটি ফার্মেসীকে সাতহাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ রোববার দুপুর জেলা শহরের কাচারী চত্ত্বর এলাকায় অভিযানকালে এ জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন সদর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, রোববার দুপুর দুইটার দিকে জেলা শহরে মনিটরিংকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে কাচারী চত্ত্বর এলাকায় অবস্থিত মেসার্স হালদার ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।