শিরোনাম
দিনাজপুর, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : দিনাজপুর-মহাসড়কে আজ দুপুর আড়াই টায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও আহত ৬ জন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জাহিদুল ইসলাম জেলার বীরগঞ্জ উপজেলা নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, দুপুর ১২ টায় দিনাজপুর শহরে ইসলামী হাসপাতালে অসুস্থ চাচাকে দেখে পরিবারের লোকজনের সাথে ৭ জন এক সাথে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন। পথে দিনাজপুর-দশমাইল মহাসড়ক সংলগ্ন নশিপুর কোল্ড স্টোরেজের সামনে পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা আম ভর্তি মক্কা কাবার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ইজিবাইকে থাকা ৭ জন গুরুতর আহত হয়। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গুরুতর আহত জাহিদুল ইসলাম মারা যায়।
দিনাজপুর দশমাইল মহাসড়ক থানার পরিদর্শক মো. মোস্তাাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর কাবার্ড ভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছে।
নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান জানায়, আহত ৬ জন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দশমাইল মহাসড়ক পুলিশের এস.আই রেজাউল করিম জানায়, এই সড়ক দুর্ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।