শিরোনাম
নীলফামারী, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে জাতীয়তাবাদী কৃষকদল।
আজ রোববার দুপুর ১২টার দিকে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে ওই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। এসময় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলনী কান্ত রায়, জেলা কৃষকদলের আহ্বায়ক মগনি মাসুদুল আলম দুলাল ও সদস্য সচিব ওয়ালিউর রহমান হেলাল, সদর উপজেলার সভাপতি নুরুজ্জামান নুরু, পৌর সভাপতি আশরাফুদৌলা ডলার ও সাধারণ সম্পাদক শামসুল আলম মুকুল উপস্থিত ছিলেন।
জেলা কৃষকদলের আহ্বায়ক জানান, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ৩৬দিনব্যাপী কর্মসূচির অংশে শহিদদের স্মরণে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।