শিরোনাম
সুনামগঞ্জ, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জেলায় ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আজ রোববার সকাল সাড়ে ১০ টায় শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে, জেলা পর্যায়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি ও মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ৬ষ্ঠ থেকে ১০ম (ক-গ্রুপ), একাদশ থেকে দ্বাদশ (খ গ্রুপ) জেলা পর্যায়ে অংশগ্রহন করেছে। দিনব্যাপী প্রতিযোগি শিক্ষার্থীরা তাদের মনের মাধুর্য্য দিয়ে রং তুলির মাধ্যমে সরকারি সতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের দেয়ালে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন করে।
এ সময় শিক্ষার্থীদের গ্রাফিতি ও চিত্রাঙ্কন পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, এডিসি তাপস শীল (শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সরকারি সতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখম ফারুক আহমেদ, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান, দ্বীনি সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক আবু তাহির মোহাম্মদ খালিদ, জেলা শিক্ষা অফিসের কো-অর্ডিনেটর সারওয়ার জাহান, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক মনিরুজ্জামান প্রমুখ।