শিরোনাম
সুনামগঞ্জ, ১৯ জুলাই ২০২৫ (বাসস) : পর্যটন শিল্পের বিকাশে স্থানীয় জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করতে সবজি, ফলমূল ও নিজস্ব পণ্য বিক্রির লক্ষ্যে টাঙ্গুয়ার হাওরে 'ভাসমান বাজার' উদ্বোধন করা হয়েছে। বিশ্ব ঐতিহ্য রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে নিয়মিত বসবে এই হাট। গোলাবাড়ি গ্রাম সংলগ্ন রৌহা হাওরে বসবে 'ভাসমান বাজার'।
হাওরপাড়ের ৮২ গ্রামের মানুষ তাদের উৎপাদিত সবজি, ফলমূল আর নিজস্ব পণ্য বিক্রি করবেন এই বাজারে। প্রতিদিনের এই বাজারের প্রধান ক্রেতা হাওরে ঘুরতে আসা পর্যটকরা।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ গতকাল বেলা ২টায় ব্যতিক্রমী এই ‘ভাসমান বাজার’ এর শুভ উদ্বোধন করেন । তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) সনজিৎ চন্দ্র এবং এনডিসি মোহাম্মদ ফজলুল করিম টিপু।
স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মস্তফা মিয়া, লেখক ও সমাজকর্মী আবুল হোসেন, তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির প্রমুখ।