শিরোনাম
বাগেরহাট, ১৮ জুলাই, ২০২৫ (বাসস): ২০২৪ গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে জেলা বিএনপির উদ্যোগে আজ পবিত্র জুম্মা নামাজ শেষে মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
শহরের পুরানো কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদে সকল জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম জুয়েল, সদর থানা বিএনপির আহ্বায়ক ডা. হাবিবুর রহমান, কেন্দ্রীয় বিএনপি নেতা শরীফুজ্জামান লিটু মিনা,বিএনপি নেতা মল্লিক রুবেল হোসেন প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রুহুল আমিন খান।
এ ছাড়া বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপি শহরে শহীদের স্মরণে মৌন মিছিল বের করবে।