শিরোনাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-তে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘থার্মোকল’ গঠন করা হয়েছে। সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরি টেলিং-এর প্রতি আগ্রহ ও দক্ষতা বাড়াতে কাজ করবে।
বুধবার রাতে জাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘থার্মোকল’-এর আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। সেখানে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী এবং সংগঠনটির মুখপাত্র ঐশ্বর্য বাগচী সংগঠনটির লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন।
এতে আহ্বায়ক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী নাবিল মোস্তফা এবং মুখপাত্র হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য বাগচী।
সংগঠনটির কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন মানজুর আল হাসান, সুলতান মাহমুদ রাজ, মারুফ হোসেন, আবিদা আক্তার তিশা ও নাজমুস সাকিব।
এছাড়া কাউন্সিলর বোর্ডে রয়েছেন রাইদ হাসান, তাশফিয়া রশিদ ও খন্দকার ইফতেখার আহমেদ।
এছাড়া, সংগঠনটির উপদেষ্টা পরিষদে রয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম, প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম।